মডেলিং থেকে অভিনয়, শখের সাফল্যের গল্প
বাংলাদেশের টেলিভিশন ও বিজ্ঞাপন জগতের এক উজ্জ্বল নাম আনিকা কবির শখ। একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী-শখ যেন এক পরিপূর্ণ শিল্পীসত্তার প্রতিচ্ছবি। ২৫ অক্টোবর ছিল তার জন্মদিন। শুধু অভিনয় নয়, তার কাজের ধরন, উপস্থিতি আর অনন্য স্টাইল তাকে আলাদা করে দিয়েছে অন্যদের ভিড়ে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
শখের ক্যারিয়ার শুরু বিজ্ঞাপন দিয়ে। তার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত। একেকটি টিভিসি যেন নতুন করে দর্শককে চমকে দিয়েছে। ফ্যাশনেবল পোশাক, খোলা হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা তাকে খুব অল্প সময়েই বিজ্ঞাপন জগতের সবচেয়ে চাহিদাসম্পন্ন মুখে পরিণত করে।
-
বিজ্ঞাপন থেকে নাটক, শখের পদচারণা ছিল স্বাভাবিক ও গ্রহণযোগ্য। নাটকে তিনি শুধু চরিত্রে অভিনয় করেননি, বরং চরিত্রকে নিজের ভেতরে ধারণ করেছেন। বিভিন্ন নাটকে তার প্রাণবন্ত অভিনয় দর্শককে সহজেই গল্পের ভেতরে নিয়ে যায়।
-
রোমান্টিক থেকে সামাজিক, বিভিন্ন ঘরানার চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা তার অভিনয়শৈলীকে করেছে সমৃদ্ধ।
-
অভিনেত্রী শখের নাচের প্রতিভাও তাকে অন্য মাত্রায় নিয়ে যায়। নাচের ভঙ্গি ও দেহভাষা দর্শকের মনে আলাদা ছাপ ফেলে। এটি তাকে শুধু একজন অভিনেত্রী নয়, বরং একজন পূর্ণাঙ্গ পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শখের স্টাইল সচেতনতা তাকে সমসাময়িকদের থেকে আলাদা করেছে। পোশাক নির্বাচনে তার বৈচিত্র্য, মেকআপে সরলতা আর আত্মবিশ্বাসী ভঙ্গি তাকে করে তোলে এক স্টাইল আইকন। ক্যামেরার সামনে তার প্রতিটি উপস্থিতি যেন ফ্যাশনের এক নতুন সংজ্ঞা। তিনি সবসময় প্রমাণ করেছেন, স্টাইল মানেই আড়ম্বর নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ।
-
শখের ক্যারিয়ারে কিছুটা বিরতি এসেছে ব্যক্তিগত কারণে। তবে সেই বিরতিও তাকে ভুলিয়ে দিতে পারেনি দর্শক। তার ভক্তরা এখনও অপেক্ষায় আছেন আবারও শখকে নতুনভাবে দেখার জন্য।