রুনা খানের চোখে এক বঞ্চিত নারীর নিঃশব্দ সংগ্রাম
অভিনেত্রী রুনা খান এবার হাজির হচ্ছেন একদম নতুন এক রূপে। টেলিফিল্ম ‘স্বপ্ন’ তে তিনি হয়েছেন ‘সুফিয়া’, ঢাকার রাস্তায় পাইপের ভেতর দিন কাটানো এক নিঃস্ব নারী। প্রবাসে থাকা স্বামীর মৃত্যুর পর সমাজের বঞ্চনা, টিকে থাকার সংগ্রাম আর এক নারীর নিঃশব্দ কষ্টকে পর্দায় জীবন্ত করে তুলেছেন রুনা। এই চরিত্রে তাকে দেখা যাবে একেবারে ভিন্ন আঙ্গিকে মেকআপবিহীন মুখ, আটপৌরে তাঁতের শাড়ি, কন্ট্রাস্ট ব্লাউজে এক জীবন্ত বাস্তব নারী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
টেলিফিল্মটির মূল ভাবনা আব্দুস সাত্তার ভূঁইয়ার। চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় আছেন আলমগীর খন্দকার দুলাল।
-
সাধারণ হলেও রুনার লুকে রয়েছে গভীরতা।
-
কখনো গোলাপি তাঁতের শাড়ির সঙ্গে হলুদ ব্লাউজে ক্লান্ত অথচ দৃঢ় এক নারীর প্রতিচ্ছবি।
-
কখনো আবার মেরুন কলকা নকশার মিন্টরঙা শাড়িতে পাইপের ধারে বসে থাকা এক জীবনের প্রতীক হয়ে উঠেছেন তিনি।
-
খোলা চুল, হালকা কাজল আর ম্যাট ন্যুড ঠোঁট, সব মিলিয়ে তার মুখে এক নিঃসৃত বাস্তবতা, যা মেকআপ ছাড়াই ফুটে উঠেছে শিল্পে পরিণত হয়ে।
-
‘স্বপ্ন’ এর সুফিয়া চরিত্রে রুনা খান যেন কেবল অভিনয় করেননি, বরং বেঁচে নিয়েছেন সেই জীবনের প্রতিটি অনুচ্ছেদ।