স্পর্শিয়ার শুরুটা মডেলিং দিয়ে, উত্থান অভিনয়ে
বাংলাদেশি বিনোদন দুনিয়ার পরিচিত ও বহুল আলোচিত এক মুখ অর্চিতা স্পর্শিয়া। ফ্যাশন শুট থেকে টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ থেকে চলচ্চিত্র প্রতিটি জায়গাতেই নিজের আলাদা উপস্থিতি তৈরি করেছেন তিনি। ব্যস্ততার শহরে, প্রতিনিয়ত বদলে যাওয়া বিনোদন ধারায় স্পর্শিয়া এমন একজন শিল্পী, যিনি নিজের অবস্থান তৈরি করেছেন নীরবে, কিন্তু দৃঢ়ভাবে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। মডেলিং ক্যারিয়ার থেকেই কর্মজীবন শুরু করেছিলেন স্পর্শিয়া। নানা বিজ্ঞাপনচিত্রে কাজ করতে করতে ক্যামেরার সামনে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। সেখান থেকেই অভিনয়ের জগতে প্রবেশ। প্রথম দিকের নাটকগুলোতে তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি আর ক্যামেরার সামনে স্বচ্ছন্দ উপস্থিতি খুব দ্রুতই তাকে আলাদা করে চিহ্নিত করে।
-
টেলিভিশন নাটকে স্পর্শিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তার চরিত্র রূপায়ণের স্বভাবগত আন্তরিকতা। প্রেম, দুঃখ, সম্পর্কের টানাপোড়েন কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিভিন্ন চরিত্রে তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয় সহজেই।
-
তিনি সবসময় চেষ্টা করেন চরিত্রের ভেতরকার মানবিক দিকগুলো ফুটিয়ে তুলতে, আর এ কারণেই তার অভিনয়ে থাকে স্বতঃস্ফূর্ততা ও বাস্তবতার ছাপ।
-
ওয়েব প্ল্যাটফর্মে উত্থানের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন স্পর্শিয়া। এই প্ল্যাটফর্মে তার কাজগুলো আরও সাহসী, আরও পরিণত। চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করার সুযোগ ওয়েবে বেশি থাকে, এ বিষয়টি তিনি দারুণভাবে ব্যবহার করছেন। বিভিন্ন ওয়েব সিরিজে জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
-
চলচ্চিত্রে কাজ শুরু করার পর তার ক্যারিয়ার আরও বহুমাত্রিক রূপ পায়। সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। তার ভাষ্যমতে, বড় পর্দায় অভিনয় যেন এক ভিন্ন জগৎ, যেখানে প্রতিটি দৃশ্য ও প্রতিটি আবেগকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হয়। এ কারণে চলচ্চিত্রে কাজ করার সময় তিনি চরিত্র নিয়ে আরও বেশি সময় ব্যয় করেন।
-
তার ব্যক্তিত্বে রয়েছে এক বিশেষ ভারসাম্য একদিকে নরম, সংবেদনশীল; অন্যদিকে কর্মজীবনে দৃঢ় ও মনোযোগী। এ কারণেই তার প্রতিটি চরিত্রেই দেখা যায় দুই ধরনের আবেগের খেলা। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়, যেখানে নিজের মতামত, কাজের আপডেট এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বিনয়ী ভঙ্গিতে শেয়ার করেন।
-
বর্তমান সময়ে যেসব তরুণ শিল্পী নিজেদের আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করছেন, স্পর্শিয়া তাদের অন্যতম। শুধুমাত্র অভিনয় নয়; নিজস্ব স্টাইল, উপস্থাপনা এবং চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তিনি সচেতন ও পরিমিত। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অভিনয়ের গভীরতাকেও তিনি অগ্রাধিকার দেন।