শুভ জন্মদিন ইয়াস রোহান
প্রকাশিত: ১২:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে ঢাকায় তার জন্ম। ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় তিনি যেভাবে নিজের প্রতিভা আর মানসিক সংযোগ দিয়ে দর্শকের মন জয় করেছেন, তা তাকে সবার কাছে বিশেষ করে তুলেছে। ছবি: ফেসবুক থেকে
-
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন।
-
তার উল্লেখযোগ্য কাজ হল স্বপ্নজাল (২০১৮), মায়াবতী (২০১৯), নেটওয়ার্কের বাইরে (২০২১), পরাণ (২০২২) এবং দেশান্তর (২০২২)।
-
ইয়াস রোহান অভিনয়ের ক্ষেত্রে নিখুঁত ব্যালান্স ধরে রাখতে জানেন। নাটকের আবেগ, সিনেমার রোমান্স এবং রিয়েল লাইফের চরম চরিত্রের মধ্যে। তার স্ক্রিন পার্সোনালিটি সাধারণত শান্ত, সজীব এবং প্রফেশনাল, যা তাকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তোলে।
-
বিশেষ এই দিনে শুধু ভক্তরাই নয়, সহকর্মীও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
-
তার ক্যারিয়ার শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়; সামাজিক কাজেও তিনি সক্রিয়। বিভিন্ন দাতব্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তিনি প্রমাণ করেছেন, অভিনেতা হওয়া মানেই শুধু সেলুলয়েডের নায়ক নয়, সমাজের জন্যও অবদান রাখা সম্ভব।