শুভ জন্মদিন বলিউডের বিতর্কিত প্রতিভা মহেশ ভাট

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ০২:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের রঙিন দুনিয়ায় অসংখ্য নির্মাতা এসেছেন, কেউ থেকেছেন আলোয়, কেউ মিলিয়ে গেছেন অন্ধকারে। কিন্তু মহেশ ভাট সেই বিরল নাম, যিনি একদিকে সাহসী গল্পকার, অন্যদিকে বিতর্কের ঝড় তোলা চরিত্র। কখনো ব্যক্তিজীবনের উত্থান-পতন, কখনো নির্মম বাস্তবতাকে পর্দায় তুলে ধরা-সব মিলিয়ে তার জীবন যেন সিনেমার চেয়েও নাটকীয়। বিশেষ এই দিনে তাকে মনে পড়ছে শুধু একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নয়, বরং এমন এক শিল্পী হিসেবে, যিনি সত্যকে আড়াল করতে শেখেননি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে