বিশেষ দিনে দেখুন শাহরুখ খানের জনপ্রিয় কিছু সিনেমা
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ। তিন দশকের বেশি সময় ধরে তিনি শুধু সিনেমা নয়, কোটি দর্শকের হৃদয় জয় করেছেন তার অভিনয়, স্টাইল আর আবেগ দিয়ে। প্রেম, সংগ্রাম, ব্যর্থতা কিংবা সফলতা-সব চরিত্রেই যেন তিনি নিজের ছায়া মিশিয়ে দেন। তার জন্মদিনে যদি একটু সময় নিয়ে দেখতে চান তার সেরা সিনেমাগুলো, তবে নিচের তালিকাটি হতে পারে আপনার বিশেষ দিনের সঙ্গী। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
কাভি হা কাভি না (১৯৯৪): যেখানে নায়ক ব্যর্থ, কিন্তু মন জিতে নেয় সবার। ছোট শহরের প্রেমে হেরে যাওয়া এক তরুণের গল্পে শাহরুখ প্রমাণ করেছিলেন নায়ক মানে শুধু জেতা নয়, অনুভবও।
-
দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (১৯৯৫): প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এই সিনেমা। রাজ আর সিমরানের গল্প শুধু একটা রোমান্টিক কাহিনি নয়, এটি এক প্রজন্মের স্বপ্ন। ইউরোপের ট্রেনযাত্রা থেকে পাঞ্জাবের মাঠ-প্রতিটি দৃশ্যেই মিশে আছে প্রেমের কবিতা।
-
দিল তো পাগল হ্যায় (১৯৯৭): ভালোবাসা, বন্ধুত্ব আর নিয়তির গল্প। শাহরুখ এখানে নাচের দলে থাকা রাহুল, যার হৃদয় দ্বিধায় ভরা। মাধুরী ও করিশ্মার সঙ্গে তার কেমিস্ট্রি আজও অমলিন।
-
দেবদাস (২০০২): শারদার প্রেম, পারোর অশ্রু আর দেবদাসের ব্যথা-সব মিলিয়ে এই সিনেমা বলিউডের এক ক্লাসিক রূপকথা। শাহরুখের চোখের ভাষায় ব্যথার সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।
-
কাল হো না হো (২০০৩): একটা সিনেমা, যা হাসায়, কাঁদায়, ভালোবাসতে শেখায়। জীবন ক্ষণস্থায়ী এই সহজ সত্যিটাকে শাহরুখ নিজের অভিনয়ে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন, যা আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।
-
স্বদেশ (২০০৪): নিজ মাটি, নিজের মানুষ-এই সিনেমায় শাহরুখের চরিত্র যেন এক নীরব বিপ্লব। বিজ্ঞানীর ভূমিকায় তিনি শেখান, দেশপ্রেম মানে শুধুই স্লোগান নয়, কাজ।
-
চক দে! ইন্ডিয়া (২০০৭): এটি শুধুই স্পোর্টস ফিল্ম নয়, আত্মসম্মান আর দেশপ্রেমের গল্প। নারী হকি দলের কোচ কবির খান হয়ে শাহরুখ দেখিয়েছেন, কিভাবে হার মানেও জয় সম্ভব।
-
ওম শান্তি ওম (২০০৭): রঙ, সুর, নাচ আর রোমাঞ্চে ভরপুর এক পূর্ণাঙ্গ বলিউড অভিজ্ঞতা। শাহরুখ এখানে নিজের দুই যুগের চরিত্রে এমনভাবে প্রাণ দিয়েছেন যে, দর্শক বুঝতেই পারে না কোথায় শেষ আর কোথায় শুরু।
-
মাই নেম ইজ খান (২০১০): একজন অটিজম আক্রান্ত মানুষের জীবনযাত্রার গল্প যেখানে শাহরুখের অভিনয় শুধু বাস্তব নয়, অনুপ্রেরণামূলকও।
-
পাঠান (২০২৩): দীর্ঘ বিরতির পর শাহরুখের ফিরে আসা আর কী দুর্দান্তভাবেই না ফিরে এসেছেন! রোমান্টিক রাজা এবার অ্যাকশন হিরো। বয়স পেরিয়ে গেলেও তার উদ্যম যেন আগের মতোই তরুণ।