জেন-জির নতুন গ্ল্যামার আইকন তৃপ্তি

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৫

বলিউডে নতুন প্রজন্মের তারকাদের ভিড়ে যিনি সবচেয়ে দ্রুত নিজের জায়গা তৈরি করেছেন, তিনি তৃপ্তি দিমরি। একদিকে ‘বুলবুল’ আর ‘ক্বালা’-র স্নিগ্ধ উপস্থিতি, অন্যদিকে ‘এনিম্যাল’ ও সাম্প্রতিক ফটোশুটে আগুনঝরা গ্ল্যামার দুই বিপরীত রূপেই সমান সাবলীল তিনি। কিউটনেস আর বোল্ডনেসের এই দুর্লভ মিশেলে তৃপ্তি এখন জেন-জি দর্শকদের চোখে নতুন স্টাইল আইকন। পর্দায় ও সামাজিক মাধ্যমে তার প্রতিটি নতুন লুকেই ধরা দেয় এক অন্যরকম আত্মবিশ্বাস, যা তাকে সমসাময়িক নায়িকাদের ভিড়ে আলাদা করে তুলে ধরে। ছবি: ইনস্টাগ্রাম থেকে