পঞ্চাশেও দীপ্তিমান সুস্মিতা
সুস্মিতা সেনের নাম উঠলেই ফিরে যেতে হয় ১৯৯৪ সালে, ভারতের প্রথম মিস ইউনিভার্স হওয়ার সেই গৌরবময় মুহূর্তে। সেদিন থেকেই তিনি শুধু একজন সুন্দরী প্রতিযোগিতার রানি নন, বরং হয়ে উঠেছেন পরিশীলিত উপস্থিতি, আত্মবিশ্বাস আর ইতিবাচকতার প্রতীক। স্নিগ্ধতা, ফিটনেস, এলিগেন্স সব মিলিয়ে যেন জন্মগতভাবেই তিনি অন্যদের থেকে আলাদা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অভিনয়ে নিজের অবস্থান তৈরির পাশাপাশি তিনি সবসময় আলোচনায় থেকেছেন তার অনন্য ফ্যাশন সেন্স আর স্বকীয় সৌন্দর্যের জন্য।
-
ব্যক্তিজীবনেও তিনি ব্যতিক্রমী, বিয়ে না করেই দত্তক নিয়েছেন দুই কন্যা, মায়া ও আলিশাকে।
-
মাতৃত্ব, ক্যারিয়ার আর নিজের মতো করে বাঁচা; সবকিছু মিলিয়ে তিনিই অনেক নারীর জন্য রোল মডেল।
-
অর্ধশতকে পৌঁছেও তার আভিজাত্য, সৌন্দর্য আর ব্যক্তিত্ব ক্রমেই আরও উজ্জ্বল।
-
তিনি যেন নিয়মিতই প্রমাণ করেন বয়স কেবল একটি সংখ্যা, প্রকৃত সৌন্দর্য আত্মবিশ্বাস আর নিজের প্রতি যত্নে।