বিশেষ দিনে দেখুন অস্কারজয়ী ব্ল্যানচেটের ৫টি অনবদ্য সিনেমা

প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৪ মে ২০২৫ আপডেট: ০৪:২২ পিএম, ১৪ মে ২০২৫

অভিনয় মানে কি শুধু সংলাপ বলা আর ক্যামেরার সামনে দাঁড়ানো? না, অভিনয় মানে হলো চরিত্রে ডুবে যাওয়া, তাকে বিশ্বাসযোগ্য করে তোলা এবং দর্শকের মনে ছাপ রেখে যাওয়া। এই সংজ্ঞা যারা নতুনভাবে লিখেছেন, তাদের একজন হলেন কেইট ব্ল্যানচেট। ১৯৬৯ সালের এই দিনে জন্ম নেওয়া কেইট ব্ল্যানচেট শুধু তার প্রতিভার জন্যই নয়, চরিত্রের গভীরতায় ডুব দেওয়ার দক্ষতার জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত। অস্কার জয় তো বটেই, তার অভিনীত বহু চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে চলুন, বিশেষ এই দিনে দেখে নেওয়া যাক ব্ল্যানচেটের ৫টি অনবদ্য সিনেমা। ছবি: সোশ্যাল মিডিয়া