বিশেষ দিনে দেখুন অস্কারজয়ী ব্ল্যানচেটের ৫টি অনবদ্য সিনেমা
অভিনয় মানে কি শুধু সংলাপ বলা আর ক্যামেরার সামনে দাঁড়ানো? না, অভিনয় মানে হলো চরিত্রে ডুবে যাওয়া, তাকে বিশ্বাসযোগ্য করে তোলা এবং দর্শকের মনে ছাপ রেখে যাওয়া। এই সংজ্ঞা যারা নতুনভাবে লিখেছেন, তাদের একজন হলেন কেইট ব্ল্যানচেট। ১৯৬৯ সালের এই দিনে জন্ম নেওয়া কেইট ব্ল্যানচেট শুধু তার প্রতিভার জন্যই নয়, চরিত্রের গভীরতায় ডুব দেওয়ার দক্ষতার জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত। অস্কার জয় তো বটেই, তার অভিনীত বহু চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে চলুন, বিশেষ এই দিনে দেখে নেওয়া যাক ব্ল্যানচেটের ৫টি অনবদ্য সিনেমা। ছবি: সোশ্যাল মিডিয়া
-
১৯৯৮ সালে শেখর কাপুরের পরিচালিত ‘এলিজাবেথ’ সিনেমায় তরুণী এলিজাবেথ থেকে শুরু করে এক রাজশক্তির প্রতীক হয়ে ওঠা ইংল্যান্ডের রানি এলিজাবেথ; এই রূপান্তরের যাত্রা যেন ব্ল্যানচেটের নিজস্ব ক্যারিয়ারের প্রতিফলন। এই সিনেমা দিয়েই তিনি প্রথমবার অস্কারে মনোনীত হন। পরবর্তীতে এর সিক্যুয়েল ‘এলিজাবেথ: দ্যা গোল্ডেন এইজ’- এও তিনি রাজকীয় অভিনয় করেন।
-
২০০৪ সালে মার্টিন স্করসেজির পরিচালিত ‘দ্যা অ্যাভাটর’ সিনেমায় ব্ল্যানচেট অভিনয় করেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী ক্যাথারিন হেপবার্নের চরিত্রে। আর এই চরিত্রে অনবদ্য পারফরম্যান্সের জন্য তিনি জেতেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর অস্কার। বাস্তব চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার দক্ষতা এই সিনেমাতেই প্রথম ব্যাপকভাবে প্রশংসিত হয়।
-
২০১৩ সালের উডি অ্যালেনের পরিচালিত ‘ব্লু জেসমিন’ সিনেমার জন্য কেইট ব্ল্যানচেট জিতেছেন সেরা অভিনেত্রীর অস্কার। এক ধনাঢ্য মহিলার পতন, মানসিক সংকট আর বাস্তবের সঙ্গে খাপ খাওয়ানোর সংগ্রাম—সব মিলিয়ে এক দুর্দান্ত চরিত্রচিত্রণ। ‘জ্যাসমিন’ চরিত্রটিকে তিনি এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শক কখনো সহানুভূতি, কখনো বিরক্তি, কখনো বা বিস্ময়ে অভিভূত হন।
-
২০১৫ সালে টড হেইন্সের পরিচালিত ‘ক্যারল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন ব্ল্যানচেট। পঞ্চাশের দশকের আমেরিকায় দুই নারীর মধ্যকার সম্পর্ক নিয়ে তৈরি এই সূক্ষ্ম, আবেগময় চলচ্চিত্রে ব্ল্যানচেট ছিলেন এক অভিজাত, পরিণত নারীর চরিত্রে।
-
২০২২ সালে টড ফিল্ডের পরিচালিত ‘টার’ সিনেমায় দেখিয়েছেন অভিনয়ের মুন্সীয়ানা। এই সাম্প্রতিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন লিডিয়া টার নামের এক বিখ্যাত ও বিতর্কিত অর্কেস্ট্রা কন্ডাক্টরের ভূমিকায়। ক্ষমতা, অহংকার, শিল্প, সংকট; সবকিছুর জটিল আবর্তে ঘুরপাক খায় এই চরিত্র। ব্ল্যানচেট এতটাই বাস্তব করে তুলেছেন টার-কে যে অনেক দর্শক ভেবেছিলেন এটি কোনো বাস্তব জীবনের গল্প।