তারকাদের বিয়েতে রঙিন ছিল ২০২৫

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ আপডেট: ০১:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫

২০২৫ সাল যেন তারকাদের জীবনে বয়ে এনেছিল প্রেম, প্রতিশ্রুতি আর উৎসবের রোশনাই। পর্দার ঝলক ছাপিয়ে বাস্তব জীবনে এই বছর দেখা গেছে একের পর এক তারকার বিয়ে। কখনো ঘরোয়া আয়োজনে, কখনো রাজকীয় জাঁকজমকে। লাল গালিচার আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের কৌতূহলের মধ্যেও এসব বিয়েতে ফুটে উঠেছে ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক উষ্ণতা আর নিজস্ব রুচির প্রকাশ। পোশাকের রঙ থেকে সাজের স্টাইল, আয়োজনের ধরন থেকে অতিথির তালিকা; সব মিলিয়ে ২০২৫-এর তারকাবিয়েগুলো ছিল বৈচিত্র্যে ভরপুর, স্মরণীয় আর রঙিন এক ভালোবাসার গল্প।