বিশেষ দিনে দেখুন কিম কার্দাশিয়ানের নজরকাড়া সব ছবি
জনপ্রিয় মার্কিন রিয়েলিটি টিভি তারকা, উদ্যোক্তা, ফ্যাশন আইকন এবং সোশ্যাল মিডিয়া প্রভাবক কিম কার্দাশিয়ানের জন্মদিন আজ। তাকে ঘিরে যেমন বিতর্কের ঝড় বয়ে গেছে, তেমনি রয়েছে গ্ল্যামার, বুদ্ধিমত্তা ও ব্যবসায়িক সাফল্যের এক বিস্ময়কর গল্প। ছবি: তারকার ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম কিমবারলি নোয়েল কার্দাশিয়ানের। বাবা রবার্ট কার্দাশিয়ান ছিলেন খ্যাতনামা আইনজীবী এবং মা ক্রিস জেনার একজন টিভি ব্যক্তিত্ব।
-
শৈশবে কিম ছিলেন সাধারণ পরিবারের এক মেয়ে, কিন্তু কৈশোরেই তার ফ্যাশন, স্টাইল এবং সমাজে আলাদা করে দেখা হওয়ার আকাঙ্ক্ষা তাকে টেনে নেয় আলোচনার কেন্দ্রে।
-
২০০৭ সালে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নামের রিয়েলিটি টিভি শোয়ের মাধ্যমে কিম ও তার পরিবার রাতারাতি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। সেই থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়-যেখানে বাস্তব জীবনের নাটক, পারিবারিক সম্পর্ক, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবনের খোলামেলা উপস্থাপন মিলে তৈরি হয় নতুন ধরণের সেলিব্রিটি সংস্কৃতি।
-
রিয়েলিটি টিভি শোয়ের জনপ্রিয়তা কিমকে এনে দেয় খ্যাতি, আর সোশ্যাল মিডিয়া সেটিকে দেয় সীমাহীন বিস্তার। ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট-যে মাধ্যমেই যান না কেন, কিমের উপস্থিতি মানেই ট্রেন্ড।
-
বর্তমানে তার অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। তিনি শুধু নিজের জীবন নয়, পুরো এক প্রজন্মের ফ্যাশন, মেকআপ, শরীরচর্চা, এমনকি জীবনধারার রুচি নির্ধারণে ভূমিকা রাখছেন।
-
অনেকে ভাবেন কিম শুধু ফ্যাশন বা গ্ল্যামারের মুখ; কিন্তু এর পেছনে রয়েছে এক অত্যন্ত সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ‘এসকেআইএমএস’ বর্তমানে বিলিয়ন ডলারের কোম্পানি। এই ব্র্যান্ড আধুনিক নারীদের জন্য আরামদায়ক ও আত্মবিশ্বাসী পোশাকের নতুন ধারণা দিয়েছে।
-
এছাড়া তার বিউটি ব্র্যান্ড ‘কেকেডবলিউ বিউটি’ এবং সুগন্ধি পণ্য ‘কেকেডবলিউ ফ্রেগর্যান্স’ আন্তর্জাতিক বাজারে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে কিম আজ শুধু এক তারকা নন, বরং এক ‘ব্র্যান্ড আইকন’।
-
কিম কার্দাশিয়ানের নামের সঙ্গে বিতর্ক যেন নিত্যসঙ্গী। তার ব্যক্তিগত সম্পর্ক, প্রকাশ্য প্রেমজীবন, সাহসী ফটোশুট-সবকিছুই একসময় সংবাদমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। তবে আশ্চর্যের বিষয়, বিতর্ক কখনও তার জনপ্রিয়তা কমাতে পারেনি; বরং অনেক সময় সেটিই তাকে আরও আলোচনায় এনেছে।
-
কিম কার্দাশিয়ান একবিংশ শতাব্দীর নারী শক্তির প্রতীক-যিনি নিজের ভুল থেকে শিখেছেন, সমালোচনাকে কাজে লাগিয়েছেন আর আধুনিক সময়ের নারীদের দেখিয়েছেন কিভাবে নিজের ইমেজ, প্রতিভা ও দৃঢ়তা দিয়ে সাফল্য তৈরি করা যায়।