স্টাইল স্টেটমেন্টে খুশির ঝলক, পেছনে ফেলে দিলেন জাহ্নবীকে
ফ্যাশনের মঞ্চে দুই বোনই দাপটের সঙ্গে হাঁটছেন, তবে এবারের ইন্ডিয়া কতুর উইকে যেন আলোটুকু কেড়ে নিলেন ছোট কাপুরকন্যা খুশি। উদীয়মান ডিজাইনার রিমজিম দাদুর ‘অক্সিন’ কালেকশনে শো স্টপার হয়ে স্টেজ কাঁপালেন খুশি কাপুর। তার মেটালিক হল্টারনেক টপের সাহসী কাট আর থ্রিডি ইফেক্টে গড়া চেইনমেইল স্কার্ট নজর কাড়ল মুহূর্তেই। বলাই যায়, নিজের স্টাইল সেন্স আর ফ্যাশন কনফিডেন্স দিয়ে বড় বোন জাহ্নবীকেও ছাপিয়ে গেলেন খুশি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
এর আগে জাহ্নবী কাপুর জয়ন্তী রেড্ডির এক লেহেঙ্গা লুকে র্যাম্পে সাড়া ফেলেছিলেন ঠিকই, তবে খুশির এই মেটালিক অবতারে যেন একেবারেই নতুন এক ঘরানার ছোঁয়া।
-
পুরো পোশাকটি তৈরি হয়েছে অক্সিডাইজড মেটালের নানা রকম স্ট্রাকচারে, যা ভারতের ঐতিহ্যবাহী যাযাবর বাঞ্জারা সম্প্রদায়ের অনুপ্রেরণায় গড়া। যুগ যুগ ধরে যারা অক্সিডাইজড মেটালের গয়না ও অনুষঙ্গে নিজেদের রঙিন পরিচয় ধরে রেখেছে।
-
রিমজিম দাদু তার এই সংগ্রহের মাধ্যমে সেই বাঞ্জারা ঐতিহ্যকে আধুনিকতার মোড়কে সাজিয়েছেন। আর সেটির পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে খুশির বোল্ড, কিন্তু স্নিগ্ধ উপস্থিতিতে।
-
খুশি কাপুরের অনন্য গ্রেস, নিখুঁত বডিকন ফিটিং, আর স্ট্রাকচার্ড ডিজাইনের পোশাকে উঠে এসেছে সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ফ্যাশন-চিন্তা।
-
জগত জুয়েলসের সবুজ আর সাদা পাথরের মিনিমাল গয়না, খোলা চুল, সেমি স্মোকি আই মেকআপ আর ন্যুড ব্রাউন লিপস্টিক সব মিলিয়ে খুশির লুক ছিল আধুনিক আর আর্টিস্টিক এক সাযুজ্যে ভরা।
-
ফ্যাশনবোদ্ধাদের মতে, এই র্যাম্পে খুশি কাপুর শুধু পোশাক নয়, বরং নিজের উপস্থিতিতেই এক অনবদ্য বার্তা দিয়েছেন; ফ্যাশনে সাহস থাকলেই নিজেকে ছাপিয়ে ওঠা যায়, এমনকি কাছের কারও ছায়াকেও পেছনে ফেলা যায়।
-
এতসবের পর দর্শক-সমালোচকদের মুখে এখন একটাই প্রশ্ন এই ফ্যাশন দ্বৈরথে কি তবে খুশিই জিতলেন?