স্টাইল স্টেটমেন্টে খুশির ঝলক, পেছনে ফেলে দিলেন জাহ্নবীকে

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:২৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫

ফ্যাশনের মঞ্চে দুই বোনই দাপটের সঙ্গে হাঁটছেন, তবে এবারের ইন্ডিয়া কতুর উইকে যেন আলোটুকু কেড়ে নিলেন ছোট কাপুরকন্যা খুশি। উদীয়মান ডিজাইনার রিমজিম দাদুর ‘অক্সিন’ কালেকশনে শো স্টপার হয়ে স্টেজ কাঁপালেন খুশি কাপুর। তার মেটালিক হল্টারনেক টপের সাহসী কাট আর থ্রিডি ইফেক্টে গড়া চেইনমেইল স্কার্ট নজর কাড়ল মুহূর্তেই। বলাই যায়, নিজের স্টাইল সেন্স আর ফ্যাশন কনফিডেন্স দিয়ে বড় বোন জাহ্নবীকেও ছাপিয়ে গেলেন খুশি। ছবি: ইনস্টাগ্রাম থেকে