দশ রূপে এক দর্শনা, নজরকাড়া সব লুকে চমকে দিলেন অভিনেত্রী

প্রকাশিত: ০৩:০২ পিএম, ১০ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:০২ পিএম, ১০ আগস্ট ২০২৫

দর্শনার নাম শুনলেই চোখে ভেসে ওঠে পরিশীলিত সৌন্দর্য, মিষ্টি হাসি আর স্টাইলিশ উপস্থিতি। কলকাতার গ্ল্যামার দুনিয়া থেকে বাংলাদেশি পর্দায় পা রেখেও তিনি মন জয় করেছেন দুই বাংলার দর্শকের। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনও ক্যাজুয়াল, কখনও ট্র্যাডিশনাল, কখনও বা বোল্ড ও ওয়েস্টার্ন-প্রতিটি লুকেই ঝরেছে তার স্বতন্ত্র সৌন্দর্য আর স্টাইলের আত্মবিশ্বাস। বলাই যায় দশ রূপে এক দর্শনা যেন হয়ে উঠেছেন রূপ ও রুচির এক অপরূপ উপস্থাপন। ছবি: ইনস্টাগ্রাম থেকে