দশ রূপে এক দর্শনা, নজরকাড়া সব লুকে চমকে দিলেন অভিনেত্রী
দর্শনার নাম শুনলেই চোখে ভেসে ওঠে পরিশীলিত সৌন্দর্য, মিষ্টি হাসি আর স্টাইলিশ উপস্থিতি। কলকাতার গ্ল্যামার দুনিয়া থেকে বাংলাদেশি পর্দায় পা রেখেও তিনি মন জয় করেছেন দুই বাংলার দর্শকের। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনও ক্যাজুয়াল, কখনও ট্র্যাডিশনাল, কখনও বা বোল্ড ও ওয়েস্টার্ন-প্রতিটি লুকেই ঝরেছে তার স্বতন্ত্র সৌন্দর্য আর স্টাইলের আত্মবিশ্বাস। বলাই যায় দশ রূপে এক দর্শনা যেন হয়ে উঠেছেন রূপ ও রুচির এক অপরূপ উপস্থাপন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সাদা স্লিভলেস ক্রপ টপের সঙ্গে গ্লসি ফেব্রিকের কালো কার্গো প্যান্টে বেশ স্টাইলিশ লাগছে। আর এই সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে তার স্টাইলিশ স্টিলেটো হিলস।
-
স্লিভলেস ব্লাউজের সঙ্গে ব্লু টিস্যু শাড়িতে অপরূপ লাগছে তাকে।
-
প্যাস্টেল ল্যাভেন্ডার রঙা অফ-শোল্ডার জর্জেট ড্রেসে এলিগেন্সে ভরপুর দর্শনা
-
স্ট্রাকচারড বডিসের পাউডার ব্লু সিকুইনের কাট আউট গাউনে বেশ আবেদনময়ী লাগছে অভিনেত্রীকে।
-
সাদা শাড়ি, হালকা মেকআপ আর খোঁপায় বেশ স্নিগ্ধ লাগছে তাকে।
-
ক্রিম রঙা স্যাটিন লাউঞ্জওয়্যারে আরাম আর আকর্ষণের মিশেলে ধরা দিলেন দর্শনা।
-
লাল সিকুয়েন্সের ঝলমলে ড্রেস আর কাজল-কালো চোখে অপরূপ নায়িকা।
-
স্লিভলেস ভেলবেট ব্লাউজ আর জরজেটের শাড়ি খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রী।
-
এলোমেলো চুল সাদা টপ ও লাল শর্ট স্কার্টে দারুণ লাগছে তাকে।
-
স্ট্র্যাপলেস হটপিংক লং গাউনে আবেদন ছড়াচ্ছেন লাস্যময়ী এই নায়িকা।