নীল আলতায় নজরকাড়া মনামী
ফ্যাশনকে স্বতন্ত্রতার মাপকাঠি বানাতে মনামী ঘোষের স্টাইল সবসময়ই আলাদা। রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন-মনামীর প্রতিটি সাজে ফুটে ওঠে এক অনন্য ছাপ। কখনো অ্যাকুয়ারিয়াম থিমের ব্যাগ হাতে, কখনো দড়ি বা নকশি পোশাকে, তিনি দেখান কিভাবে সাহসী স্টাইলও মনোমুগ্ধকর হতে পারে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি আবারও মনামীর নজর কাড়ার খবর। এবার তিনি বেছে নিয়েছেন ভিন্নধর্মী এক রূপ সাদা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে লাল নয়, বরং নীল আলতায় সাজিয়েছেন নিজের হাত ও কপাল।
-
ফ্রেমে ধরা পড়েছে অভিনেত্রীর লুক। হাতে নীল আলতা, নীল চুড়ি, কপালে নীল টিপ, গলায় তিনটি নীল বিন্দু সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য ‘নীলাম্বরী’ সাজ।
-
মনামী নিজের নতুন ছবিগুলো ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘নীল রং হল গভীরতা, নীল রং হল বিশালতা, নীল রং হল অনন্তের প্রতীক নীল রং জীবন যুদ্ধে শান্তির প্রলেপ।
-
তিনি ভক্তদেরও উৎসাহ দিয়েছেন, যারা সাধারণত লাল আলতায় সাজেন, এবার নীল আলতা দিয়ে নতুন অভিজ্ঞতা নিতে পারেন।
-
উল্লেখযোগ্য, সম্প্রতি মনামী নিজের মিউজিক লেবেল ‘এম মিউজিক’ লঞ্চ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই নীল লুকে সকলের মন কেড়েছেন। ভবিষ্যতে এই সংস্থার ব্যানারে নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে মনামীর নীল আলতা ও টিপের এই সাজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
-
প্রশংসা যেমন রয়েছে, তেমনি কেউ কেউ করেছেন সমালোচনাও। তবে সাজের অন্তর্নিহিত অর্থ ও গল্পটি পরবর্তী মিউজিক ভিডিওতে প্রকাশিত হবে।