স্নিগ্ধতায় মোড়ানো স্ট্রাইপড ড্রেসে নজর কাড়লেন ঊষসী রায়
টেলিভিশন, ওয়েব সিরিজ কিংবা ওটিটি-প্রতিটি মাধ্যমেই নিজের স্বতন্ত্র উপস্থিতি ফুটিয়ে তুলেছেন ঊষসী রায়। মিষ্টি চেহারা, সাবলীল অভিনয় আর ফ্যাশন সেন্স সব মিলিয়ে তিনি টালিউডের স্টাইল আইকনদের তালিকায় অনায়াসেই জায়গা করে নিয়েছেন। তার প্রতিটি লুকেই থাকে নতুনত্বের ছাপ, যা চোখে না পড়ে উপায় নেই। আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ঊষসীর প্রতিটি পোস্ট হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি ইনস্টাগ্রামে ধরা দিয়েছেন এক ফ্লোর লেন্থ সাদা-নীল স্ট্রাইপড ম্যাক্সি ড্রেসে।
-
হালকা রাফলড স্লিভ আর ডিপ নেকলাইনের এই পোশাকটি গ্রীষ্মের নরম রোদের মতোই স্বচ্ছন্দ ও আকর্ষণীয়।
-
ড্রেসটির ফ্যাব্রিক যেমন হালকা, তেমনি স্টাইল স্টেটমেন্টেও আছে পরিমিত আবেদন। সামনের দিকে হালকা স্লিট ডিজাইন নজর কাড়ছে অনায়াসেই।
-
চুলে হালকা ঢেউ, কানে সাদামাটা একটি ফুল আর পুরো লুকজুড়ে মিনিমালিজম-এই নিয়েই নিজেকে সাজিয়েছেন ঊষসী।
-
মেকআপেও রেখেছেন স্বাভাবিক টোন, যেখানে ন্যুড লিপস্টিক ও হালকা গোলাপি ব্লাশ অন-ই ছিল প্রধান আকর্ষণ। কোনো প্রকার গয়না বা বাড়তি অ্যাকসেসরিজ ছাড়াই এই লুক যেন নিজেই একটি স্টাইল স্টেটমেন্ট।
-
ঊষসী আবারও প্রমাণ করলেন স্টাইল মানে শুধু পোশাক নয়, বরং ব্যক্তিত্ব আর উপস্থাপন-আর এই দুইয়ের মেলবন্ধনেই তিনি হয়ে উঠেছেন টালিগঞ্জের অনন্যা।