সুপারফ্লপ নায়িকা থেকে ফ্যাশন আইকন, কে এই লাস্যময়ী
ছোটবয়সে মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখা দিব্যা খোসলার গল্পটা একদম সিনেমার মতো। মাত্র ১৬ বছর বয়সে ২০০৪ সালে ‘আব তেরে হাওয়ালে হ্যায় ওয়াতান সাথিও’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও, তখনই বি-টাউনের শক্তিশালী প্রযোজনা সংস্থা টিসিরিজের প্রধান ভূষণ কুমারের নজর কাড়েন তিনি। ছবি: দিব্যার ইনস্টাগ্রাম থেকে
-
২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ভূষণ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিব্যা। ২০১১ সালে জন্ম নেয় তাদের একমাত্র পুত্র।
-
বিয়ের পর তিনি অভিনয়ের চেয়ে প্রযোজনা ও পরিচালনায় মনোযোগ দিতে শুরু করেন। মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন পরিচালনার পর দু’টি সিনেমার পরিচালক হিসেবেও পরিচিতি পান তিনি।
-
সম্প্রতি ‘বুলবুল’ নামের শর্টফিল্মে অভিনয়ের মাধ্যমে আবারও কামেরা ফ্রেমে ফিরেছেন তিনি।
-
দিব্যার আসল শক্তি হলো তার স্টাইল ও লুক। সামাজিক মাধ্যম বা রেড কার্পেটে হোক, প্রতিবারই তিনি নতুন লুকে হাজির হয়ে সকলের নজর কাড়ে।
-
সুপারফ্লপ সিনেমার পর টিসিরিজের সম্রাজ্ঞী হিসেবে খ্যাতি পাওয়া এই সুন্দরী অভিনেত্রী এখন শুধু বলিউডের পরিচিত মুখ নন, ফ্যাশন দুনিয়াতেও নিজের এক আলাদা ছাপ রেখেছেন।
-
ইনস্টাগ্রামের পাতা ঘেঁটে দেখলে চোখ ধাঁধানো লুকের অসংখ্য ছবি পাওয়া যায়, যা প্রমাণ করে দিব্যা খোসলা শুধু অভিনয় বা প্রযোজনা নয়, ফ্যাশনের ক্ষেত্রেও এক স্টাইল স্টেটমেন্ট।