লাল-সোনালি গাউনে ঐন্দ্রিলার রূপময় আভিজাত্য
২০০৪ সালে শিশুশিল্পী হিসেবে রঙিন দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এরপর থেকে দুই দশক পেরিয়ে তিনি এখন টালিউডের পরিচিত ও বহুল জনপ্রিয় মুখ। টিভি ধারাবাহিক হোক বা সিনেমা প্রতিটি মাধ্যমেই তিনি নিজের অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। ‘সাত পাকে বাঁধা’র চঞ্চল চরিত্র কিংবা ‘ফাগুন বউ’ এর সংবেদনশীল মহুল ঘোষ আজও ভক্তদের মনে অমলিন হয়ে আছে। শুধু অভিনয় নয়, রূপ-সৌন্দর্য আর ফ্যাশন সেন্স দিয়েও বারবার তিনি মুগ্ধ করেছেন অনুরাগীদের। সম্প্রতি তার গ্ল্যামারাস নতুন সাজ আবারও আলো কাড়ল ফ্যাশনদুনিয়ায়। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ফ্লোর-লেংথ লাল-সোনালি জ্যাকার্ড ফেব্রিকের স্ট্র্যাপলেস কোরসেট গাউনে যেন রাজকীয় আভা ছড়িয়ে দিলেন ঐন্দ্রিলা। গাউনের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে সোনালি ফুলেল কারুকাজ, যা পুরো লুককে দিয়েছে জমকালো ছোঁয়া।
-
গয়নায়ও ছিল সমান জৌলুস। গলায় কুন্দনের নেকপিস, যেটি পান্না-সবুজ বিডস আর উজ্জ্বল সাদা-ম্যাজেন্টা পাথরে সাজানো। হাতের ম্যাচিং ব্যাঙ্গল আর আংটি তার সাজকে করেছে আরও দৃষ্টিনন্দন।
-
মেকআপে তিনি রেখেছেন সোনালি-ব্রোঞ্জি আইশ্যাডো, উইংড আইলাইনার আর ন্যুড-পিঙ্ক লিপশেড, যা নিখুঁতভাবে মানিয়ে গেছে পুরো গাউনের সঙ্গে। আর হেয়ারস্টাইলে ছেড়ে রাখা সফট কার্লস যেন দিয়েছে এক পরিপূর্ণ ছোঁয়া।
-
সব মিলিয়ে ঐন্দ্রিলার এই লুক আধুনিক গ্ল্যামার আর ঐতিহ্যবাহী সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। বিয়ে, রিসেপশন বা যেকোনো উৎসবমুখর অনুষ্ঠানের সাজের জন্য সহজেই হয়ে উঠতে পারে এক দুর্দান্ত অনুপ্রেরণা।