ট্রেন্ডি পোলকা ডটে তামান্নার রেড কার্পেট লুক
ফ্যাশনের মঞ্চে সবসময়ই সাহসী আর আভিজাত্যের মিশেল নিয়ে হাজির হন তামান্না ভাটিয়া। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন ওটিটি সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ এর ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখলেন তামান্না ভাটিয়া একেবারে ভিন্ন ধাঁচের পোলকা ডট আউটফিটে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সাদা গাউনে কালো ডটের ঝলক, সঙ্গে বোল্ড কাট ও ব্যাকলেস ডিজাইন-সব মিলিয়ে তার উপস্থিতি যেন মুহূর্তেই আলো ছড়ালো চারপাশে।
-
ট্রেন্ডি এই লুকে তামান্না যেন প্রমাণ করলেন, রেড কার্পেট তার জন্য শুধু ফ্যাশনের প্রদর্শনী নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশও।
-
সাদার মাঝে কালো ডটের ম্যাজিকে তাকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে এই বোল্ড ড্রেসটিতে। মেকওভারও হয়েছে অত্যন্ত নজরকাড়া।
-
ব্যাকলেস ড্রেসে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। অভিনেত্রীর চমৎকার ফিগারে খুব মানিয়েছে বডিকন ড্রেসটি।
-
ল্যাভেন্ডার নেলকালার, গোলাপি ব্লাশ ও লিপকালার নজর কাড়ছে। স্টাইলিশ দুল, আংটি আর ঘড়ি পরেছেন তিনি।
-
মেকওভারে ছিল মিনিমাল কিন্তু আকর্ষণীয় ছোঁয়া। ল্যাভেন্ডার নেইল কালার, গাঢ় গোলাপি ব্লাশ আর নিউড-পিঙ্ক লিপশেড তাকে এনে দিয়েছে সতেজতা। কানে স্টাইলিশ দুল, হাতে রিং ও ঘড়ি-সব মিলিয়ে লুক সম্পূর্ণ করেছে পরিশীলিতভাবে।