নীল গাউনে লাস্যময়ী দর্শনা
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ভক্তরাও দর্শনাকে খুবই পছন্দ করেন। সৌন্দর্য আর মাধুর্যের সঙ্গে তার ফ্যাশন সেন্সও নজর কাড়ে। যেকোনো আউটফিটেই তিনি যেন নিখুঁত মানিয়ে নিতে পারেন। মিষ্টি হাসি, সতেজ মুখাবয়ব এবং মনোরম ফিগার-সব মিলিয়ে দর্শনার উপস্থিতি সত্যিই চোখে পড়ে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সাম্প্রতিক সময়ে নীল রঙের একটি রোমান্টিক গাউনে তিনি নিজের ফ্যাশন স্টাইলকে আবারও প্রমাণ করেছেন।
-
রয়্যাল ব্লু, বডি-ফিটিং গাউনে তিনি ক্যামেরার ফ্রেমে যেন জাদু ছড়িয়ে দিয়েছেন।
-
গাউনটি কোমর ও বডি অনুযায়ী নিখুঁতভাবে ফিটিং করা, আর সিঁড়ি পর্যন্ত নেমে গেছে।
-
চুল খোলা রাখা হয়েছে ন্যাচারাল ওয়েভি স্টাইলে, যা লুকটিকে আরও নরম ও প্রাকৃতিক করেছে।
-
সোনালি জুয়েলারি লুকটিকে সম্পূর্ণ করেছে, শেল স্টাইলের গোল্ড ইয়াররিংস এবং স্টেটমেন্ট ব্রেসলেট যোগ করেছে এক আলাদা গ্ল্যামার।