বস বেব ভাইবসে অপ্রতিরোধ্য রানী মুখার্জি

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১১:৩১ এএম, ২৯ অক্টোবর ২০২৫

ঝলমলে আভিজাত্য, আত্মবিশ্বাসে ভরপুর ভঙ্গি আর অনন্য সৌন্দর্য-সব মিলিয়ে রানী মুখার্জি আজও বলিউডের ফ্যাশন দুনিয়ায় এক অপ্রতিরোধ্য নাম। রেড কার্পেট হোক বা সাধারণ কোনো উপস্থিতি, তিনি সবসময়ই ছড়িয়ে দেন সেই বিশেষ বস বেব ভাইবস, যা অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। ফ্যাশনে তার স্বকীয়তা, সাজে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন আর ব্যক্তিত্বে এক অদম্য শক্তি-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের স্টাইল আইকন। ছবি: ইনস্টাগ্রাম থেকে