সাহসী স্টাইল ও রাজকীয় ভঙ্গিতে লাস্যময়ী জ্যাকুলিন
বলিউডের স্টাইল আইকন জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও প্রমাণ করলেন গ্ল্যামার ও আত্মবিশ্বাসে তিনি অনন্যা। প্যারিস ফ্যাশন উইকে ভিক্টোরিয়া বেকহ্যামের শো-তে তার অল-ব্ল্যাক উপস্থিতি যেন ছিল রাজকীয়তার এক জীবন্ত প্রতিচ্ছবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
এই বিশেষ ইভেন্টে জ্যাকুলিন বেছে নেন এক দৃষ্টিনন্দন কালো গাউন। গভীর প্লাঞ্জিং নেকলাইন আর ফিটেড সিলুয়েট তাকে দিয়েছে এক বোল্ড অথচ মার্জিত আবেদন।
-
গাউনের কোমরে ছিল ঝলমলে জুয়েল ব্রোচসহ সূক্ষ্ম রুচড ডিটেইলিং, যা পুরো পোশাকের গঠনকে দিয়েছে শৈল্পিক ভারসাম্য। লম্বা হাতা ও নিচের দিকে ট্রেন-স্টাইল স্কার্ট গাউনটিকে পরিণত করেছে এক রাজকীয় পোশাকে।
-
অ্যাকসেসরিজে তিনি রাখেন মিনিমাল টাচ। বড় মেটালিক হুপ ইয়াররিংস, যা একদিকে যেমন আধুনিক, তেমনি দারুণ স্টেটমেন্ট তৈরি করেছে তার পুরো লুকে।
-
মেকআপে ছিল ট্রেন্ডি অথচ স্বাভাবিক ছোঁয়া-ডিউই বেস, গালে সান-কিসড ব্রোঞ্জ টোন, চোখে হালকা ব্রাউন শেড আর সফট লাইনারের ব্যবহার এনে দিয়েছে পরিমিত গভীরতা। ঠোঁটে নিউড-ব্রাউন সাটিন লিপস্টিক ও ঢেউ খেলানো হাফ পনিটেইল চুল তাঁর স্টাইলকে করেছে আরও আকর্ষণীয়।
-
শুধু ফ্যাশন উইক নয়, ক্যারিয়ারের দিক থেকেও এখন ব্যস্ত সময় পার করছেন জ্যাকুলিন।
-
সম্প্রতি তরুণ মন্সুখানি পরিচালিত ‘হাউসফুল ফাইভ’ ছবিতে তাকে দেখা গেছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন ও সঞ্জয় দত্তের সঙ্গে।
-
প্যারিস ফ্যাশন উইকের সেই অল-ব্ল্যাক লুকে জ্যাকুলিন যেন আবারও মনে করিয়ে দিলেন আভিজাত্য, সাহস আর স্টাইলের নিখুঁত মেলবন্ধন ঘটাতে তিনি এখনো বলিউডের অন্যতম ফ্যাশন কুইন।