ফ্যাশনের রাণি, সময়ের সীমানা পেরিয়ে যার দীপ্তি আজও অমলিন
বলিউডের রূপালী পর্দায় যত নায়িকার আগমন হয়েছে, সময়ের সঙ্গে অনেকেই হারিয়ে গেছেন আলোর আড়ালে। কিন্তু এক নাম আজও অটুট, অমলিন ‘রেখা’। তিনি শুধু অভিনেত্রী নন, সৌন্দর্য, স্টাইল আর আত্মবিশ্বাসের এক জীবন্ত সংজ্ঞা। বয়সের ক্যালেন্ডার পেরিয়ে গেলেও তার উপস্থিতি আজও তাজা ফুলের মতো সতেজ। কঞ্জিভরম শাড়ি, সোনার গহনা আর লাল টিপে মোড়া সেই রাজকীয় ভাব-প্রতিটি অনুষ্ঠানে রেখা যেন সময়ের সীমানা ভেঙে জানান দেন, সৌন্দর্য কোনো বয়সের নয়, এটি এক অন্তর্গত শক্তি, এক শিল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আজ এই জীবন্ত কিংবদন্তীর জন্মদিন। বয়স, সময়, প্রজন্ম-বকিছুকেই যেন নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে পরাজিত করেছেন তিনি। তার ফ্যাশন এখনো ততটাই আলোচিত, যতটা ছিল কয়েক দশক আগে।
-
রেখার ফ্যাশনের কথা উঠলে প্রথমেই চোখে পড়ে তার ঐতিহ্যবাহী কঞ্জিভরম শাড়ি আর ভারী সোনার গহনা। লাল, সোনালি, অফ-হোয়াইট কিংবা গাঢ় সবুজ-যে রঙই পরেন, তা যেন তাকে ঘিরেই তৈরি হয়েছে। প্রতিটি পাবলিক ইভেন্টে তার উপস্থিতি যেন এক রাজকীয় আভিজাত্যের প্রতীক।
-
তিনি শুধু শাড়ি পরেন না, বরং শাড়িকে ‘স্টেটমেন্ট’ করে তোলেন। নিখুঁতভাবে গুঁজে রাখা আঁচল, জুঁই ফুলে ভরা খোঁপা, কপালে টিপ-সব মিলিয়ে তার লুক হয়ে ওঠে এক সম্পূর্ণ শিল্পকর্ম।
-
রেখার মেকআপ কখনো চটকদার নয়, বরং নিখুঁত ও সংযত। উজ্জ্বল লাল লিপস্টিক, স্পষ্ট আইলাইনার আর হালকা হাইলাইটার-এই তিন উপাদানেই গড়ে ওঠে তার স্বাক্ষরী সাজ। বয়স বাড়লেও তার ত্বকের উজ্জ্বলতা যেন এখনও অপরিবর্তিত।
-
অনেকেই বলেন, রেখার রূপচর্চার রহস্য তার আত্মনিয়ন্ত্রণে। নিয়মিত যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম, এবং মানসিক প্রশান্তিই তার সৌন্দর্যের আসল জ্বালানি।
-
রেখা শুধু পোশাক বা সাজগোজে নয়, তার আচরণ ও উপস্থিতিতেও ফ্যাশন আইকন। লালগালিচায় যখন তিনি শাড়ি পরে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যান, তখন আলো নিভে যায়, কিন্তু সবাই তাকিয়ে থাকে তার দিকেই। কেউ বলেন তিনি রহস্যময়, কেউ বলেন কিংবদন্তি-আসলে তিনি দুটোই।
-
সত্তরের দশকের গ্ল্যামার যুগে উমরাও জান, সিলসিলা বা মুকাদ্দর কা সিকন্দর-এর পর্দায় যেমন তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন, আজও তাঁর স্টাইল সেই সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের অনেক তারকাই তাকে অনুসরণ করেন-দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বিদ্যা বালান পর্যন্ত অনেকেই রেখার শাড়ি ও সাজের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন একাধিকবার।
-
রেখা প্রমাণ করেছেন সৌন্দর্য মানে বয়স নয়, রুচি ও আত্মবিশ্বাস। তিনি ফ্যাশনকে কখনো অনুকরণ করেননি, বরং নিজের ভেতর থেকে তা সৃষ্টি করেছেন। তার প্রতিটি উপস্থিতি যেন বলে দেয়, ‘আমি সময়ের সঙ্গে বদলাইনি, সময়ই আমার সঙ্গে তাল মিলিয়েছে।’
-
আজকের দিনে যখন নতুন প্রজন্ম দ্রুত ফ্যাশনের ট্রেন্ড বদলাচ্ছে, রেখা সেখানে এক অনড় প্রতীক-ঐতিহ্য, গরিমা ও গ্ল্যামারের সংমিশ্রণ। তার জন্মদিনে তাই বলাই যায়, রেখা শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক চলমান শিল্প, এক চিরন্তন অনুপ্রেরণা।