দুবাইয়ের গ্ল্যামারাস সন্ধ্যায় কালো গাউনে ঝলমলে কারিনা
দুবাইয়ের এক ঝলমলে ফ্যাশন আয়োজনে কালো গাউনের মোহনীয় লুকে আবারও আলোচনার কেন্দ্রে বলিউড তারকা কারিনা কাপুর খান। ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর সৃজনশীল হাতে তৈরি এই পোশাক যেন পরিণত হয়েছিল চলমান এক শিল্পকর্মে। সম্প্রতি আয়ুর্বেদিক হেয়ার ওয়েলনেস ব্র্যান্ড ফ্যাবল অ্যান্ড মেইন-এর প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়েছিলেন কারিনা। আর লালগালিচায় তার আগমন মানেই নতুন এক স্টাইল সংজ্ঞা। দুবাই যেন তার উপস্থিতিতে মুগ্ধ হয়ে উঠেছিল। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
এই চমকপ্রদ উপস্থিতির পেছনে রয়েছেন বলিউডের খ্যাতনামা স্টাইল কিউরেটর রিয়া কাপুর। তার তত্ত্বাবধানে কারিনার রেড কার্পেট লুক পেয়েছে এক অনন্য মাত্রা।
-
রাহুল মিশ্রর তৈরি কাস্টম মেইড কালো গাউনটি ভেলভেট ফেব্রিকে তৈরি, যার সিলুয়েট ক্ল্যাসিক অথচ সমকালীন। রাজকীয় আবহে মেঝে ছুঁয়ে থাকা গাউনটির আকর্ষণ বাড়িয়েছে গভীর সুইটহার্ট নেকলাইন ও স্বাক্ষরধর্মী আর্কিটেকচারাল স্লিভস।
-
এই স্লিভগুলোই লুকের সবচেয়ে নাটকীয় অংশ-স্বচ্ছ শিমারি ফেব্রিকের তৈরি, যেন হাওয়ায় ভেসে থাকা কোনো ডানার মতো। গাউনের সঙ্গে মিলিয়ে কারিনার পুরো উপস্থিতিতে এসেছে হালকা গথিক এলিগ্যান্স।
-
রিয়া কাপুর লুকের ভারসাম্য রক্ষায় রেখেছেন অনুষঙ্গকে একেবারে ন্যূনতম-কানে ছোট হীরের স্টাড, হাতে সূক্ষ্ম একটি আংটি। মেকআপে কারিনার স্বাক্ষরধর্মী কাজলচোখ আর ন্যুড টোনে রাখা ঠোঁট লুকটিকে দিয়েছে নিখুঁত পরিপূর্ণতা। খোলা চুলে আর ইভ সাঁ লরাঁর ক্ল্যাসিক কালো হিলসের ছোঁয়ায় সম্পূর্ণ হয়েছেন কারিনা কাপুর খান-অভিজাত, আত্মবিশ্বাসী ও সম্পূর্ণ নিজের মতো।
-
দুবাইয়ের সেই সন্ধ্যায় লালগালিচায় তিনি শুধু উপস্থিতই হননি, বরং একাই যেন পুরো আলোটুকু নিজের দিকে টেনে নিয়েছেন।