শীতে মনামীর উষ্ণতা ছড়ানো ৫ লুক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
আপডেট: ০২:৪১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
শীতের হালকা কুয়াশা আর নরম রোদের দিনগুলোতে ফ্যাশনে আসে নতুন ছন্দ। এই মৌসুমে পোশাক শুধু গরম রাখাই নয়, স্টাইলকে আরও এক ধাপ উজ্জ্বল করে তোলার সুযোগও এনে দেয়। ঠিক এমন সময়ই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ দেখিয়ে দেন কীভাবে শীতের পোশাকে যোগ করা যায় উষ্ণতা, রঙ আর আভিজাত্য। তার সাজ থেকে সহজেই পাওয়া যায় শীতের ফ্যাশনের নতুন অনুপ্রেরণা।
-
অল্প শীতে পার্টি আউটফিট হিসেবে আপনিও বেছে নিতে পারেন মনামীর মতো এমন সিকুইনসজ্জিত বডিকন গাউন। সঙ্গে যোগ করতে পারেন মানানসই ফেব্রিকের চোকার।
-
কালো কোরসেট টপের ওপর ক্রপড ব্লেজার আর বটমে ট্রাউজারে বেশ স্টাইলিশ লাগছে তাকে।
-
টারটেল নেক ফুল স্লিভ সোয়েটারের সঙ্গে সাইড স্লিট স্কার্টের ‘লেডি ইন রেড’ মুডে মনামী। নজর কেড়েছে অভিনেত্রীর স্টাইলিশ হাই হিলের সঙ্গে ম্যাচিং লাল মোজাও।
-
ডেনিম অন ডেনিমের স্টাইলিশ লুকে নজর কেড়েছেন মনামী। সাদা ক্রপ টপের ওপর লেয়ার করা ডেনিম জ্যাকেট ও দুই বিনুনি হেয়ারস্টাইলে অন্য রকম আবহ তৈরি করেছেন এই নায়িকা।
-
সাদা লং স্লিভ ক্রপ টপ, অলিভ গ্রিন ট্রাউজার, মাথায় সবুজ ক্যাপ আর পায়ে পরেছেন সাদা রানিং শুতে নো-মেকআপ লুকে মুন্সীয়ানা দেখিয়েছেন অভিনেত্রী।