অফিস বা আড্ডা, সাদিয়ার লুক সব সময় ফিট
সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের অভিনয়ই নয়, তার ফ্যাশন সেন্সও সমানভাবে প্রশংসিত। দেশীয় ও পশ্চিমা দু’ধরনের পোশাকেই যেকোনো পরিবেশে মানিয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে তার। আজ আমরা দেখব সাদিয়ার তিনটি ক্যাজুয়াল লুক, যা যেকোনো দিনে আপনার ফ্যাশন প্রেরণা হতে পারে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সাদিয়া বেছে নিয়েছেন সাদা শার্টের সঙ্গে রোজ গোল্ড রঙের হাইওয়েস্ট প্যান্ট। ন্যুড শু, সাদা ক্রসবডি ব্যাগ এবং মেটালিক হুপ দুল তার এই লুককে দিয়েছে এলিগ্যান্ট টাচ।
-
হাতে সিলভার রিস্টওয়াচ, চোখে হালকা আইলাইনার আর ঠোঁটে বাদামি লিপ-সব মিলিয়ে এক সেমি-ফরমাল বা মিড-ডে ইভেন্টের জন্য আদর্শ লুক।
-
রিলাক্সড লুক পছন্দ করেন যারা, তাদের জন্য সাদিয়ার এই লুক নিখুঁত। গাঢ় সবুজ কোল্ড-শোল্ডার টপের সঙ্গে ফ্লোই কাট লুকটি তৈরি করেছে স্বতঃস্ফূর্ততা। কম্বিনেশনটি বেছে নিয়েছেন ব্রাউন ওয়াইড-লেগ জিনসের সঙ্গে, যা ৯০-এর দশকের স্টাইলকে আধুনিক ছোঁয়ায় ফিরিয়ে এনেছে।
-
কোমরে বেল্ট ও ছোট হ্যান্ডব্যাগ এই লুককে দিয়েছে ফিনিশিং টাচ। কানে মেটালিক হুপ দুল, হাতে ব্রেসলেট ও ঘড়ি-সব মিলিয়ে লুকটি পারফেক্ট এক ব্রাঞ্চ, শপিং ডে বা আউটিংয়ের জন্য। খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর আত্মবিশ্বাসী হাসি এই লুকের প্রাণ।
-
মিনিমাল অথচ অত্যন্ত স্টাইলিশ লুকের জন্য সাদিয়া লেয়ার করেছেন ডাবল-ব্রেস্টেড সাদা ব্লেজার রিবড ট্যাঙ্ক টপের ওপর। নীল ডেনিম প্যান্টের সঙ্গে এই কম্বিনেশন পুরো লুকটিকে আধুনিক ও ভারসাম্যপূর্ণ করেছে।
-
হাতের মেটাল স্ট্র্যাপ ওয়াচ, হালকা মেকআপ, ন্যুড লিপ আর ন্যাচারাল হেয়ারস্টাইল-সব মিলিয়ে এই লুক অফিস, কফি মিট বা সেমি-ফরমাল ইভেন্টের জন্য নিখুঁত।