আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
অল্প কিছু মুহূর্তে পুরো জীবন কেঁপে ওঠে। আফগানিস্তানের এক প্রান্তে, যেসব মানুষ সকাল বা রাতের নীরবতায় ঘুমোচ্ছিল, হঠাৎই মাটির আওয়াজে কেঁপে উঠল। কিছু সেকেন্ডের মধ্যে ঘর-বাড়ি ভেঙে চুরমার, রাস্তাঘাট ভেঙে পড়ে তখন মানুষ আর প্রকৃতি দুইই থমকে যায়। এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান আবারও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ছবি: এএফপি ও বিবিসি
-
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার ও কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ হাজার মানুষ।
-
৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার।
-
ভূমিকম্পের পর থেকে একের পর এক আফটারশকে আতঙ্কিত হয়ে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান করছেন।
-
তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী কুনার ও নানগারহার প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে।
-
আহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। ১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।
-
কুনারের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিট পরপর নতুন রোগী আসছে। তার ভাষায়, ‘পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে, অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।