ছবিতে পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চনজঙ্ঘা আর হিমালয় পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোত্তরের এই সীমান্ত উপজেলার মহানন্দার পাড়সহ বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে সোনালি কাঞ্চনজঙ্ঘা। বর্ষা শেষে এবং শীত মৌসুমের শুরুতে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় স্পষ্ট হয়ে উঠেছে এই পর্বতশৃঙ্গ। কোনো রকম কৃত্রিম যন্ত্র ব্যবহার না করেও দূর পাহাড়ের চোখ জুড়ানো দৃশ্য দেখে বিমোহিত দেশীয় পর্যটকরা। ছবি: সফিকুল আলম
-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের মহানন্দার পাড়ে গিয়ে দেখা গেছে, সীমান্ত উপজেলাটি এখন পর্যটকদের পদচারণায় মুখর। ভোর থেকে যখন আকাশ মেঘমুক্ত থাকে, তখন দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন হাতছানি দিয়ে ডেকে নেয় প্রকৃতিপ্রেমীদের।
-
নীল আকাশে বরফে ঢাকা সাদা পাহাড় মুহূর্তেই যেন দর্শনার্থীদের মুগ্ধ করছে। মহানন্দা পাড়ের ডাকবাংলো এলাকায় দুপুর পর্যন্ত দেশীয় পর্যটকদের ভিড় দেখা গেছে।
-
জেলার আশপাশ এলাকার পর্যটক ছাড়াও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা। বিশেষ করে শীত মৌসুম ঘনিয়ে আসার আগে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে।
-
ভোরে সূর্যের আলো পড়তেই বরফাচ্ছন্ন পাহাড়গুলো রূপ নেয় সোনালি আভায়। পর্যায়ক্রমে লাল, কমলা আর সোনালি আভায় সেজে ওঠা দৃশ্য দেখে মুগ্ধ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা।
-
তেঁতুলিয়াকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দর্শন ছাড়াও চা-বাগান, চা কারখানা, বাংলাবান্ধা স্থলবন্দর, বাংলাবান্দা জিরোপয়েন্ট থেকে খোলা মাঠে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করছেন।
-
স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। শিলিগুড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দার্জিলিং শহর। এখান থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, ভূটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার।
-
কাঞ্চনজঙ্ঘার সুউচ্চ এই চূড়া দেখতে অনেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহরের টাইগার হিলে যান। দার্জিলিংয়ের টাইগার হিল এই কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার আদর্শ স্থান। তবে কেউ কেউ সান্দাকপু বা ফালুটেও যান। কেউ আবার সরাসরি নেপালে গিয়ে পর্যবেক্ষণ করে থাকেন কাঞ্চনজঙ্ঘা। কিন্তু পাসপোর্ট আর ভিসার মাধ্যমে যেতে না পারা ভ্রমণপিপাসুরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।