শুভ জন্মদিন বুদ্ধির রাজপুত্র গ্যারি কাসপারভ
দাবার বোর্ডে তার উপস্থিতি মানেই টানটান উত্তেজনা। প্রতিপক্ষের ভুল ধরে নেওয়া নয় বরং তাদের ভাবনার আগেই নিজে চাল দিয়ে চমকে দেওয়া ছিল তার সবচেয়ে বড় পরিচয়। তিনি গ্যারি কাসপারভ, দাবার ছকে জন্ম নেওয়া এক কিংবদন্তি। ছবি: ফেসবুক থেকে
-
১৯৬৩ সালের এই দিনে আজারবাইজানের বাকু শহরে জন্ম তার।
-
ছোটবেলা থেকেই তার মাঝে ছিল ব্যতিক্রমী এক পর্যবেক্ষণ ক্ষমতা ও কৌশলের সূক্ষ্মতা।
-
১৯৮৫ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন, যা তখন এক বিরল ইতিহাস হয়ে ওঠে।
-
গ্যারি কাসপারভ শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি একাধারে লেখক, চিন্তক ও রাজনৈতিক কর্মী।
-
২০০৫ সালে পেশাদার দাবা থেকে অবসর নেওয়ার পর তিনি সমাজ ও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজের অবস্থান সুস্পষ্ট করেছেন।
-
কাসপারভের জীবন থেকে আমরা শিখতে পারি যে ‘চেকমেট’ মানেই শেষ নয়। বরং তা হতে পারে নতুন শুরুর বার্তা। প্রতিটি জয়, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা তাকে অনন্য করে তুলেছে।