জন্মদিনে জানুন তানিয়ার ক্রিকেট যাত্রার জানা-অজানা সব

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:০৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৫
ভারতীয় নারী ক্রিকেটে উইকেটরক্ষকের ভূমিকা যতটা কঠিন, ততটাই সূক্ষ্ম। আলো সবসময় স্পটলাইটের দিকে ছুটে যায় বোলার, ব্যাটার কিংবা দ্যুতিময় অলরাউন্ডারের দিকে। কিন্তু ‘স্টাম্পের আড়ালে’ দাঁড়িয়ে থেকেও যারা ম্যাচের ধারা বদলে দেন, তাদের একজন হলেন তানিয়া স্যাবা ভাটিয়া। ২৮ নভেম্বর জন্ম নেওয়া এই চণ্ডীগড়ের মেয়ে ভারতের নারী ক্রিকেটে নীরব কিন্তু অবিচল এক শক্তির নাম। ছবি: ইনস্টাগ্রাম থেকে