সোমবার প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি মে ও জুন মাসের মধ্যে সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
- আরও পড়ুন
- সংস্কারের কথা বলে দেরি করা ষড়যন্ত্র কি না দেখতে হবে: তারেক রহমান
- নির্দিষ্ট সময়ে নির্বাচন, বাধা এলে প্রতিহত করা হবে
তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।
নজরুল ইসলাম খান বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচনে ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এছাড়া ১৫ লাখ ভোটার বাদ যাবে। কারণ, তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
এমওএস/এমকেআর/জিকেএস