‘ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াত-শিবির-জনতার ঐক্যের বিকল্প নেই’
স্বৈরাচার নতুন করে দেশ ও জাতিস্বত্তাবিরোধী গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে; তাই ফ্যাসিবাদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, দেশ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। অর্জিত বিজয় ও বিপ্লবকে বিতর্কিত করার জন্য পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার নানাবিধ অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এমতাবস্থায় দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতে ইসলামীসহ দেশপ্রেমী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গড়তে হবে জামায়াত-শিবির-জনতার বৃহত্তর ঐক্য। তাহলে গণবিরোধী ও আধিপত্যবাদীদের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। মূলত, অর্জিত বিজয়কে টেকসই ও দেশে ইতিবাচক পরিবর্তন আনতে হলে প্রতিটি ঘরে ঘরে মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি করতে হবে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন
- ‘নতুন বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না’
- ১০ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু
বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, আওয়ামী-বাকশালীরা জনপ্রিয় ও দেশবরেণ্য জাতীয় নেতাদের হত্যা করেছে। আওয়ামী লীগ লাখ লাখ বিরোধী দলীয় নেতাকর্মীর নামে নির্বিচারে মামলা, গণগ্রেফতার, রিমান্ডের নামে নির্যাতন এবং মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে সাজানো বিচারের মাধ্যমে নানাভাবে দণ্ডিত করেছিলো। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে তারা এখন ক্ষমতা হারিয়ে ব্যাপকভিত্তিক গণহত্যার অভিযোগে হাজার হাজার মামলার মুখোমুখি হয়ে তাদের নেত্রী শেখ হাসিনাসহ প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়েছেন।
থানা আমির অধ্যক্ষ মাওলানা এনামূল হক শিপনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল্লাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জামাল উদ্দিন।
এএএম/এমআরএম/এমএস