আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় হাজারো জনতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১০ মে ২০২৫
ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতার অবস্থান

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) রাত ৯টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

এই ঘোষণাকে সামনে রেখে ছাত্র-জনতা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন।

এর আগে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ১০টায় এ রিপোর্ট পর্যন্ত বৈঠক চলছিল।

এফএআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।