নগর ভবনের সামনে আজও ইশরাকের সমর্থকদের অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২০ মে ২০২৫
ইশরাকের সমর্থকদের ষষ্ঠদিনের মতো বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এ নিয়ে টানা ষষ্ঠদিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

প্রতিদিনের মতো মঙ্গলবার (২০ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হন তারা।

নগর ভবনের সামনে আজও ইশরাকের সমর্থকদের অবস্থান

এদিকে ইশরাকের সমর্থকদের আন্দোলনের কারণে নগর ভবনের প্রশাসনিক কার্যক্রম আজও বন্ধ রয়েছে। নগর ভবনে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ। আন্দোলনের কারণে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ছয়দিন ধরে অফিস করছেন না বলে জানা গেছে।

অন্যান্য দিনের মতো আজও নগর ভবনের সামনে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’; ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’; ‘আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা নাজমুল হুদা বলেন, ‘ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়াই নয়, উপদেষ্টা আসিফকেও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।’

এমএমএ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।