খুনি হাসিনার নির্বাচন কমিশন মানি না: এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ মে ২০২৫
নির্বাচন ভবনের সামনে সমাবেশে এনসিপির নেতাকর্মীরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, খুনি হাসিনার নির্বাচন কমিশন (ইসি) মানি না, মানবো না। এ কমিশন ফ্যাসিবাদী কমিশন। অবৈধ কমিশন আমরা মানবো না।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর।

মোহাম্মদ আতাউল্লাহ বলেন, অবিলম্বে কমিশনকে পদত্যাগ করতে হবে। এটা সিন্ডিকেটের কমিশন এ খুনি হাসিনার কমিশন মানবো না। এ মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।

ধানমন্ডি শাখার প্রতিনিধি জিকরুল হাসান বলেন, ইসি কাঠামো সংস্কার হয়নি। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বসে থাকবো না। নিশিরাতের কমিশনকে চাই না।

সমাবেশ থেকে বর্তমান কমিশনকে খুনি হাসিনার কমিশন আখ্যা দিয়ে ভেঙে দেওয়ার দাবি তোলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নির্বাচনের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে ইশরাক হোসেনের বর্তমান বিষয়ে সমালোচনা করা হয়েছে। ফ্যাসিবাদের কমিশন মানি না মানবো না।

এমওএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।