দীর্ঘ আইনি লড়াইয়ে ন্যায্য অধিকার ফিরে পেলাম: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৫ জুন ২০২৫

দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতে ইসলামী আবারও নির্বাচন কমিশনের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৮টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ আমরা অফিসিয়ালি ফিরে পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এরপর ৪ জুন কমিশন নীতিগত সিদ্ধান্ত নেয় এবং আজ ২৪ জুন আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন পুনর্বহাল করে।

অধ্যাপক পরওয়ার বলেন, ২০০৮ সালে জামায়াতে ইসলামী বৈধভাবে নিবন্ধিত হয়। কিন্তু ২০০৯ সালের একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে আদালতের এক আদেশে আমাদের নিবন্ধন বাতিল করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ আমরা ন্যায্য অধিকার ফিরে পেলাম।

এএএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।