ব্যারিস্টার আনিসুল

জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী, আমরা স্বপদে বহাল আছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ জুলাই ২০২৫

সম্প্রতি দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কদের। তবে তার এ সিদ্ধান্তকে ‘বেআইনি ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন দলটির অব্যাহতি পাওয়া সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেছেন, আমরা এখনো স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি নেতৃত্ব নির্বাচনে জাতীয় সম্মেলন আয়োজনের দাবি জানান।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া নেতাদের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করে বলেন, জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে চেয়ারম্যান হন। এরশাদ (হুসেইন মুহাম্মদ এরশাদ) সাহেব তখন গুরুতর অসুস্থ ছিলেন। সে অবস্থায় জোর করে তার কাছ থেকে সই নেওয়া হয়েছিল। একটি গণতান্ত্রিক দলের নেতৃত্বে এমন অনিয়ম চলতে পারে না।

তিনি আরও বলেন, আপনি (জিএম কাদের) যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নিন। আমরা কাউন্সিল চাই। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক, সেটিই সবার জন্য গ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া সদ্য সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

আরও পড়ুন

সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একাধিক সিনিয়র নেতাকে অব্যাহতি দেন। এরপর থেকেই দলটির অভ্যন্তরে নেতৃত্ব সংকট ও বিরোধ চরমে পৌঁছেছে।

এরই মধ্যে সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব নিয়োগ জি এম কাদের। জাপার সম্মেলন ঘিরে দলের নেতাদের দুপক্ষের চলা উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নেন তিনি।

এএএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।