গোলাম মওলা রনি

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১২ জুলাই ২০২৫
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি

তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (১২ জুলাই) রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান... কিংবা ১২৩৪ তারেক রহমানের পু... মার কিংবা চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজপথ কাঁপাচ্ছেন তাদের নেতাদের নিয়ে যদি ছাত্রদল-যুবদল অনুরূপ স্লোগান দেয় তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না।

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না

তিনি বলেন, খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাটাবন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস থেকে একে-৪৭ স্নাইপারের নয়া ঝনঝনানি শুরু হবে। আর তাতে করে সবচেয়ে খুশি হবে তারা, যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায়।

এমএইচএ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।