ছাত্রশিবির গাদ্দারিকে বেছে নিয়েছে: মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ এএম, ০৩ আগস্ট ২০২৫
মাহিন সরকার/ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার বলেছেন, ছাত্রশিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্তু শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্রতত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন৷

ফেসবুক পোস্টে এনসিপির এ নেতা লেখেন, ছাত্রশিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। ৫ আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করতো তখন শিবির এক্সিস্ট করতো না, কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। এটা তো আর মিথ্যা নয়।

তিনি আরও লেখেন, বড় ভাই হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছেতাই করলে মেনে নেবো না।

এনএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।