তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, অবস্থা খারাপ: জামাতা
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন বলে প্রকাশিত তথ্যটি সঠিক নয়। চিকিৎসকরা এমন কোনো ঘোষণা দেননি।
রোববার (৫ অক্টোবর) প্রথম প্রহরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জাগো নিউজকে বলেন, উনার অবস্থা খুবই খারাপ। সংকটাপন্ন। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো কোনো কিছু ঘোষণা করেননি চিকিৎসকরা। তিনি এখনো অ্যালাইভ (জীবিত)। হার্ট কাজ করছে। তবে যে পরিমাণ ক্রিটিক্যাল অবস্থা, এখান থেকে উঠে আসা সম্ভব নয়।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর জাগো নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করে। সে সময় তোফায়েল আহমদের ভাতিজা আলী সাবেক এমপি আজম মুকুলের রাজনৈতিক সহকর্মী সালাউদ্দিন জাগো নিউজকে এমন তথ্য নিশ্চিত করেছিলেন।
আরও পড়ুন
আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসান হাবিব গ্রেফতার
৫৬ বছর পর মিলছে ইসির নিবন্ধন, ফিরে পেতে চায় লাঙ্গল প্রতীক
এরপর এই প্রতিবেদক স্কায়ার হাসপাতালে ছুটে যান। সেখানে প্রায় শ’খানেক ভক্ত-অনুরাগীকে অপেক্ষা করতেও দেখা যায়। অপেক্ষমাণ একাধিক রাজনৈতিক কর্মী জানিয়েছিলেন, উনি আর নেই। ভোলায় জানাজার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে।
এ বিষয়ে নানাভাবে চেষ্টা করলেও হাসপাতালের কেউ কোনো কথা বলতে চাননি। ভেতরে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এদিকে, ফেসবুকে তার জানাজার সময় দিয়েও স্ট্যাটাস দেন একাধিক রাজনৈতিক অনুসারী।
গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ১০ দিন আগে জ্বর নিয়ে স্কয়ারে ভর্তি হন তোফায়েল আহমেদ। এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
দুঃখ প্রকাশ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন বলে সংবাদ প্রকাশ করায় দুঃখ প্রকাশ করছে জাগো নিউজ।
এসইউজে/কেএসআর