২৫৯ আসনে ইসলামী আন্দোলনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য ২৫৯ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। এতে হাতপাখা প্রতীকের প্রার্থীদের নাম ও তারা কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা উল্লেখ করা হয়।

নানা নাটকীয়তার পর ১১ দলীয় জোট থেকে বের হয়ে আসে ইসলামী আন্দোলন। তারা গত ১৬ জানুয়ারি এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

ইসলামী আন্দোলন জানিয়েছে, বাকি আসনগুলোতে তারা আদর্শিক বিবেচনায় যে কোনো প্রার্থীকে সমর্থন জানাবে।

ইসলামী আন্দোলনের প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরএএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।