খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হুমকি : ইনু


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৪ নভেম্বর ২০১৬

রাজনীতির বিষবৃক্ষ ও বিএনপির পৃষ্ঠপোষক খালেদা জিয়া এখন পর্যন্ত জাতীয় চার নেতার খুনিদের রক্ষার রাজনীতি অব্যাহত রেখেছেন। আর এই খুনি রক্ষার রাজনীতি যদি অব্যাহত থাকে তাহলে রাজনীতি ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া ও বিএনপি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে বিএনপি ও খালেদা জিয়ার কোনো কর্মসূচি না থাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতা এবং পাকিস্তান পন্থার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। আর সেই বিষবৃক্ষটা হলো বিএনপি নামক একটি দল।

হাসানুল হক ইনু বলেন, জেল হত্যা দিবসে দলমত নির্বিশেষে সবাই  এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। চার জাতীয় নেতাকে সম্মান জানিয়েছে। শুধুমাত্র খালেদা জিয়া ও বিএনপি জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের  নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। সুতরাং বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্তক হওয়া দরকার। তিনি দেশের রাজনীতির জন্য উপযুক্ত নয়।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।