হাসিনা নামাযের মধ্যেও খালেদার নাম বলেন: কাদের সিদ্দিকী


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৩ মে ২০১৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে শেখ হাসিনাকে চারালের সঙ্গেও আলোচনা করতে হবে। মিথ্যা কথা বলতে বলতে এখন আর হাসিনার ঈমান নাই, রাতে ঘুম আসেনা। তিনি নামাযের মধ্যেও খালেদা জিয়ার নাম বলেন। রোববার বিকেলে জামালপুর শহরের বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এসব কথা বলেন।

বর্তমানে দুই নেত্রীর যে দ্বন্দ্ব চলছে এই অবস্থায় আগামী ১৫ বছর দেশ চলতে থাকলে আওয়ামী লীগ পন্থী কোন ইমাম বিএনপির কোন লোকের জানাজা নামায পড়াবেন না। আবার বিএনপির ইমাম আওয়ামী লীগের লোকের জানাজা নামাজ পড়াবেন না।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন মতিয়া চৌধুরী। আর এখন তাকেই কৃষিমন্ত্রী বানিয়েছেন তিনি। হাসানুল হক ইনু ৩০ হাজার আওয়ামীলীগার মেরেছেন, এখন তিনি বড় আওয়ামীলীগার। এরশাদ না পুরুষ, না মহিলা। সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তিনি রাজনীতিই বুঝেননা।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন, রিফাতুল ইসলাম দ্বিপ, আনিছুর রহমান প্রমুখ।

শুভ্র মেহেদী/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।