‘আ.লীগ ক্ষমতায় বলেই মন খুলে কথা বলতে পারেন’


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৭ মে ২০১৭
ফাইল ছবি

প্রগতিশীলদের উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনার মন খুলে কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগ না থাকলে কথা বলতে পারতেন না।

শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আপনারা এমন কথা বলবেন না যাতে করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং প্রতিক্রিয়াশীলরা সে সুযোগটা নেয়।

হাছান মাহমুদ বলেন, কানাডার একটি আদালত দুই-দুইবার বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। খালেদা জিয়ার আমলে বিএনপি এই স্বীকৃতি পেয়েছে।

বিএনপির ভিশন নিয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই পেট্রোল মেরে মানুষ হত্যার রাজনীতি। তাদের ভিশন মানে পেট্রোল মারা ভিশন, এ ভিশন মানেই হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করে টাকা কামানোর ভিশন। সে কারণে জনগণ তাদের থেকে সরে গেছে এবং আওয়ামী লীগের প্রতি আস্থাশীল হয়েছে। আগামী নির্বাচনে সেটাই প্রমাণিত হবে।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তররঞ্জন দাসের সভাপতিত্বে স্বাধীনতা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইউএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।