ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলন চলছে


প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৪ মে ২০১৫

ফেনী শহরের মিজান ময়দানে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে প্রধানমন্ত্রীর সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

জেলা সভাপতি জহরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি.কমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

জহিরুল হক মিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।