‘পাকিস্তানপন্থীদের পরাজিত করব একাত্তরের মতোই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ এএম, ১৮ জানুয়ারি ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি ও রাজাকারদের পরাজিত করা অসম্ভব মনে হলেও দেশের জন্য আমরা তা সম্ভব করেছি। এখনও দেশের জন্যই গণতন্ত্রের শত্রু, রাজাকারবন্ধু ও পাকিস্তানপন্থী খালেদা জিয়াকে রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে এবং যথাসময়েই নির্বাচন করতে হবে।

বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে থ্রি হুইলার লিমিটেড এবং মেইন স্কয়ার কর্পোরেশনের যৌথ প্রযোজনা নির্মিতব্য ‘ডু অর ডাই’ চলচ্চিত্রের ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধভিত্তিক ‘ডু অর ডাই’ সিনেমার জন্য নির্মাতা ও শিল্পী-কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একাত্তরে যেমন হানাদার পাকিস্তানিদের সঙ্গে সমঝোতার সুযোগ ছিল না এখনও রাজাকারবন্ধু ও জঙ্গিসঙ্গী খালেদা জিয়া ও বিএনপির সঙ্গে মিটমাটের কোনো সুযোগ নেই।’

‘সংলাপ বা সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে প্রকৃতপক্ষে মুখোশের আড়ালে খালেদা জিয়া নির্বাচন বানচালের চক্রান্তের জালই বুনে চলেছেন, এতকিছুর পরও তিনি রাজাকার ও জঙ্গিদের সঙ্গ ছাড়েননি’,- বলেন হাসানুল হক ইনু।

জাসদ সভাপতি ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একাত্তরে দেশের শত্রুদের পরাজিত করেছি আর এখন শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের শত্রুদের পরাজিত করব। এজন্য প্রয়োজন একাত্তরের মতোই অদ্যম সাহস আর মহাজোটের মহাঐক্য।’

মেইন স্কয়ার কর্পোরেশনের চেয়ারম্যান সোহেল খান দীপনের সভাপতিত্বে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) আকরাম, ক্যাপ্টেন বদরুল আলম, ক্যাপ্টেন (অব.) শাহাবুদ্দিন আহমদ-বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) নূরুল হক রুস্তম -বীরপ্রতীক) ও থ্রি হুইলার লিমিটেডের ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে দেশের বিমান বাহিনীর অসীম সাহসী ভূমিকাভিত্তিক এ সিনেমাটির সাফল্য কামনা করেন। ‘ডু অর ডাই’ সিনেমাটির পরিচালক দীপংক দীপনের আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি পরিচালনা করেছেন।

এইউএ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।