শুক্রবার রংপুর যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ০১ মার্চ ২০১৮

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল শুক্রবার (২ মার্চ) রংপুর যাচ্ছেন। সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারযোগে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর যাবেন তিনি।

এরশাদের সফর সঙ্গী হিসেবে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা, মেজর খালেদ আক্তার (অব.) থাকার কথা রয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক বার্তায় জানান, পল্লীনিবাসে দলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এরশাদ। শনিবার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশনের অফিস পরিদর্শন করবেন। বিকেলে জিএল রায় রোডস্থ গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস উদ্ভোধন করবেন তিনি।

৪ মার্চ (রোববার) সকাল ১১টায় মিঠাপুকুরের জায়গীরহাটে এসএ অ্যাগ্রো ফিডস লি. এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল ৪টায় চন্দনপাঠ ইউনিয়ন মহিলা কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখবেন তিনি।

পরদিন সোমবার সকালে রংপুর পল্লীনিবাস থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় আসার কথা রয়েছে তার।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।