কুষ্টিয়ায় বিএনপির সভাপতিসহ ৫৮ জনের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৭ জুলাই ২০১৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম কামরুজ্জামান তদন্ত শেষে গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে ২৭ জানুয়ারি ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, ইবি থানা এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির ৫৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

এজাহারে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসন সরকারসহ ১২ নেতা-কর্মীকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আর মামলার দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৪৫ নেতা-কর্মীকে অভিযুক্ত দেখানো হয়েছে।

মামলার চার্জশিটের প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপিকে দূর্বল করতে মিথ্যা  মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়েছে। মামলার ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। আমরা আইনীভাবে বিষয়টি মোকাবেলা করব।

আল-মামুন সাগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।