‘দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, একাদশ সংসদ নির্বাচন আসন্ন। কিন্তু বর্তমানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। বর্তমান সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অতীতের সরকারগুলোর ধারাবাহিকতায় সব গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ সরকারের আমলে কোন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সংগঠক নিখিল দাস, রাহাত আহমেদ প্রমুখ। জনসভা পরিচালনা করেন নগর নেতা জুলফিকার আলী।

খালেকুজ্জামান বলেন, বরিশালসহ ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ পেরেক ঠুকে নির্বাচনকে বাস্তবে নির্বাসনে পাঠিয়েছে। শুধু তাই নয়, দেশবাসীর অভিজ্ঞতা গত ৪৭ বছরে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সভা-সমাবেশে বাধা প্রধান, গুম-খুন-ক্রসফায়ারে বিচারবহির্ভূত হত্যা, নারী-শিশু নির্যাতন ও কালো আইনের বেড়াজালে গণতান্ত্রিক মৌলিক অধিকার হরণ, ন্যায়সঙ্গত আন্দোলনে দমন-পীড়ন নির্যাতন বর্তমান সরকারের প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে। সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন দেশকে সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

এফএইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।