আ.লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ বৈঠক আজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফেরাম কার্যনির্বাহী কমিটির শেষ বৈঠক আজ। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামী শুক্রবার। এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তিন বছর মেয়াদী বর্তমান কমিটি। পরের দিন শনিবার গঠিত হবে দলটির নতুন নেতৃত্ব।

এর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির কার্যনির্বাহী সংসদের বিদায়ী সভা। সন্ধ্যা ৬টায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির বিগত তিন বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে দলের গঠনতন্ত্র সংশোধনীর খসড়া। অবহিত করা হবে কাউন্সিলের আয়োজনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা। অনুমোদন দেয়া হবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন। এছাড়া দল পরিচালনার ব্যাপারে আগামী নেতৃত্বের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিতে পারেন দলের সভাপতি।

আজকের সভায় নেতাদের সফলতা ও ব্যর্থতা নিয়েও আলোচনা হবে। নতুনদের জায়গা ছেড়ে দিতে বর্তমান কমিটির অনেকেই বিদায় নিচ্ছে বলে সূত্র জানায়। দলকে শক্তিশালী ও ঢেলে সাজানোর অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে। অনেক প্রতিশ্রুতিশীল, বুদ্ধিদীপ্ত তরুণরা স্থান পেতে পারেন নতুন কমিটিতে।

এফএইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।