বাম জোটের সর্বদলীয় সভা কাল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য সোমবার (১৩ এপ্রিল) বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সর্বদলীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সেগুনবাগিচার স্বাধীনতা হলে সভাটি শুরু হবে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ টেলি কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবেন। বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ একটি টেকনিকাল টিমসহ সেগুনবাগিচার স্বাধীনতা হল থেকে সভাটি সঞ্চালনা করবেন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ এক বিবৃতিতে এ সর্বদলীয় সভায় যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত দলসমূহের জাতীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এর আগে ৯ ও ১০ এপ্রিল ভিডিও কনফারেন্সে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা থেকে করোনা সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সর্বদলীয় সভাটি করার সিদ্ধান্ত হয়।
এফএইচএস/এমএফ/এমকেএইচ